কেশবপুরে অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আল আমিন মডেল একাডেমীর কনফারেন্স রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে পুনরায় মোহাম্মদ আব্দুস শহীদকে সভাপতি ও মোহাঃ মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ললিত মোহন সরকার, সাগরদাঁড়ি এম.এম. মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল কাসেম, চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, কেশবপুর বি.আর.ডি.বি’র অবসরপ্রাপ্ত পরিচালক বজলুর রহমান প্রমুখ। এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ উপদেষ্ঠা ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মনোজ কান্তি হালদার। আপ্যায়নে ছিলেন উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার, এস.পি.ও মোহা: মোজ্জাম্মেল হক ও তার সহযোগীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮ সালে কেশবপুর উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি ব্যতিক্রম সংগঠন কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়।




আপনার মূল্যবান মতামত দিন: