
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে বন শত্রু আইনে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পালাতক ৩ আসামীকে গ্রেপ্তার করেছে এবং পলাতক তিন আসামিকে গ্রেফতারের পর তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃত পলাতক আসামিরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের বক্স গাজীর ছেলে আকবার গাজী, জনাব সরাদারের ছেলে মোশারফ সরদার ও মহিউদ্দীন সরদারের ছেলে আয়ুব সরদার। মঙ্গলবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফী'র নেতৃত্বে এ,এস,আই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের কে গ্রেপ্তার করেন। পলাতক তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরনের তথ্য দিয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফী জানান,কয়রা থানায় এফ,সি,আর ( বন আইনে) দায়ের করা ৫৪/ ৮ মামলায় আদালত গ্রেপ্তারকৃত পলাতক আসামিদের বিরুদ্ধে ৩ বছরের সাজা প্রদান করেন।

আপনার মূল্যবান মতামত দিন: