মণিরামপুর পৌর শহরে ফুলকপি চাষে সফল কৃষক শাহাবুদ্দিন 

মনিরামপুর। | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৩

মনিরামপুর।
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৩

ছবি- নিউজ প্রতিনিধি।

মোঃ শাহ্ জালাল।। যশোরের মনিরামপুর উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ড মহাদেবপুর বন্যামুক্ত ও ভারী বর্ষণ না থাকায় চলতি মৌসুমে কৃষক শাহাবুদ্দিন ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফুলকপি জেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। এতে ভালো দাম পেয়ে খুশি কৃষক। ফুলকপির পাশাপাশি আগাম জাতের বাঁধাকপি, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, ধনেপাতা, টমেটো ও পটল চাষাবাদ করেছেন এই চাষি। প্রতি বছর মনিরামপুর উপজেলায় ব্যাপকভাবে আগাম সবজি চাষাবাদ হয়।

সরেজমিনে মহাদেবপুর কৃষক শাহাবুদ্দিনের ক্ষেতে যেয়ে দেখা যায় প্রচুর ফলন এসেছে। উপজেলার এই ফুলকপি বিক্রির ধুম পড়েছে শহরের মনিরামপুর পাইকারি কাঁচা বাজারে। তবে কৃষকরা ফসল নিয়ে বাজারে যেতে না চাইলে সরাসরি পাইকাররা আসেন বিভিন্ন জেলা থেকে কৃষকদের ক্ষেতে। কৃষাণ-কৃষাণী দলবেঁধে জমি থেকে ফুলকপি সংগ্রহ করে তা ওজনের পর বিক্রি হয়।

কৃষক শাহাবুদ্দিন বলেন, ১২০ শতক জমি লিজ নিয়ে ফুলকপি চাষাবাদ করেছি। ভালো ফলন হয়েছে। ভালো দাম পাওয়ার জন্য মনিরামপুর পাইকারি কাঁচা বাজারে নিয়ে যাচ্ছি। এবার রোগবালাই কম থাকায় আগাম জাতের ফুলকপির বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফুলকপিতে অধিক মুনাফা অর্জন হবে আশাকরি। আগাম ফুলকপি পাওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদাও বেড়েছে। বর্তমানে বাজারমূল্য বেশি আমি সহ অন্য অন্য চাষিরাও লাভবান হচ্ছেন। পাইকারি দরে প্রতি কেজি ফুলকপি ৩০-৪০ টাকা ও প্রতি পিস ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

মনিরামপুর পাইকারি কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, আমরা প্রতিদিনই ট্রাকভর্তি করে কৃষকদের ফুলকপি দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি। বর্তমানে ফুলকপির চাহিদা ব্যাপক। দাম ভালো। চাষিরা লাভবান হচ্ছেন।

উপজেলার উপসহকারী কৃষি অফিসার বিএম হাফিজুর রহমানের বলেন আমি পৌর সভার ব্লকের দায়িত্বে আছি মোটামুটি আমার এলাকায় আগাম ১ হেক্টরে ফুলকপি ও ৪৫ হেক্টর শাকসবজি আবাদ হয়েছে এবার। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় ২০ শতক আগম ফুলকপি প্রদর্শনী স্থাপন করা হয়েছে চাষী শাহাবুদ্দিনের ক্ষেতে। এই চাষি আরও ১০০ শতক জমি ফুলকপি চাষ করেছেন। অতীতে এই জমিতে কোন ফুলকপি চাষ হয়নি। বর্তমানে ফুলকপির বাজারে ভালো দাম ফলে চাষি লাভবান হবেন।




আপনার মূল্যবান মতামত দিন: