কেশবপুরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

অলিয়ার রহমান | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২ ০৯:৫৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২ ০৯:৫৯

ছবিঃ নিউজ

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে দিনব্যাপি উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
বিজ্ঞান মেলায় আধুনিক বিদ্যালয় তৈরি করে প্রথম স্থান অধিকার করেছে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া দ্বিতীয় হয়েছে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ প্রথম, কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ দ্বিতীয় ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে। অতিথিবৃন্দ বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। #




undefined

আপনার মূল্যবান মতামত দিন: