
কেশবপুর (যশোর) প্রতিনিধি
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যে যশোরের কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান সরদার। শিক্ষার্থীদের ভেতর বক্তব্য দেয় সেজুতি সরদার, প্রীতম ব্রহ্ম ও তামিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লেকার্ডে সড়কে নিরাপত্তার বিভিন্ন সতর্ক বার্তা লিখে বাজার প্রদক্ষিণ করে মানুষকে সচেতন করে। #

আপনার মূল্যবান মতামত দিন: