
শীতের বৃষ্টি মোঃ শাহ্ জালাল
বলা নেই কওয়া নেই শীতকালে ঝুম বৃষ্টি ঘুম ভাংতেই দেখি আঁখি মেলিয়া কৃষাণী কাঁদছে হাত-পা আছড়িয়া আছড়িয়া! ধান ক্ষেত্র হাটু জলে গেছে ভরিয়া।
সারাদিন সারারাত অবিরাম টিপ টিপ বৃষ্টি ধানক্ষেত যেনো ছোট নদীর সৃষ্টি। কত আশা বুকে গেঁথে কৃষক ফালায় ফসল বৃষ্টিতে ভিজে আজ সবি নিষ্ফল।
অন্নদাতা মরছে যে আজ নিজেই অন্নহীনে
জীবনটা অন্ধকার বিশাল বোঝার ঋণে
নির্লোভী এই মানুষগুলো পায়না ঘামের দাম
স্বপ্নগুলো বিক্রি হয় মজুরি অনেক কম।

আপনার মূল্যবান মতামত দিন: