যশোরের কবি অলিয়ার রহমান এর কবিতা- রাজপুত্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০৪:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০৪:২৯

ছবি সমসাময়িক
 
ঘটকের কথা শুনে ঠিক হলো বিয়ে, কনেদের মুখে হাসি শোনা কথা দিয়ে। বুধবারে বিয়ে হবে - আছরের পর, রাজবেশে ঘোড়া চড়ে আসবে যে বর।
ঘটক এসে বলেছিল - বলব কি ভাই! সবাই এই ছেলেটাকে রাজপুত কয়। বুধবারে ছেলে দেখে হতবাক সবে, কোন ব্যাটা এইটাকে রাজপুত কবে? ইয়া মোট ঠোঁট আর জমকালো দেহ, আগে এতো পচা বর দেখেছে কি কেহ?
কনেদের লোকজন রেগে হয় সারা, এতো বড় অপমান ঘটকের দ্বারা? দড়ি দিয়ে বেঁধে আনে ঘটকের মাজা, মাফ নেই বাছাধন - পেতে হবে সাজা। এই তোর ভাল ছেলে - কালো এক ভূত, বলে কিনা দেখতে সে - যেন রাজপুত!!
ঘটকের দেহ থেকে ঝরে যায় ঘাম, বলে- বাছা, সত্যের নেই কোন দাম! আমি কি বলেছিলাম মনে করো সেটা, সুদানের রাজপুত - ঠোঁট শুধু মোটা। সুদানের মানুষেরা সাদা হয় কভু? এত ভালো বর পেয়ে রেগে যাও তবু!!



আপনার মূল্যবান মতামত দিন: