
ছবি সমসাময়িক
দেশ দরদী মোকছেদ ভাই,
তাহার কোন জুড়ি নাই।
দু'দিন আগে চিনতো না তাকে কেউ, এখন দেখি তার পেছনে লোকের ঢেউ।
জানে না খুব একটা লেখাপড়া, না জানলেও ক্ষতি নেই সবই এখন টাকার খেলা।
মানি লোকের মান নেই অভিজ্ঞ লোকের কদর নেই।
পড়ে থাকা পোলাগুলাে টাকা হয়ে হয়েছে দেশের ধুরো।
দেশের দরদ কি বোঝে? দেশকে বলো এরা কি দিবে? জানে না দেশের ইতিহাস দল গঠনে ছাড়তে হয়েছে নাভিশ্বাস।
যে যার মত কিছু অবৈধ টাকা গুছিয়ে সুবিধা মত দলে নিয়েছে আসন গেড়ে।
এরা সুবিধা ভোগী এসেছে করতে পেট ভর্তি, ক্ষমতাধর দলের সাথে মিশে দেখায় শুধু দল প্রীতি।
এদের থেকে দূরে থাকুন, দেশের ভাবমূর্তি বজায় রাখুন।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: