
ছবি সমসাময়িক
আর একবার আমার দিকে তাকাও -জানিনা আমাকে চিনতে পারবে কিনা।
কত পরিবর্তিত সময় আমাকে গ্রাস করে নিয়ে গেছে
বহু দুরের এক ঝরা পাতার দেশে - যেখানে বিবর্ণ বসন্তে হিমশীতল মাতাল হাওয়ায় নিদারুণ অবহেলায় ঝরে গেছে সন্ধ্যা তারাদের মায়াবতী রূপ। সেই সাত মহল ছেড়ে চলে যাবার পর আস্তাকুড়ের মলিনতায় হারিয়ে গেছে আমার সবটুকু সফলতার ইতিহাস। আজ আমি গাছের মত দাঁড়িয়ে থাকি এই পাষাণপুরীর এক পরিত্যক্ত চিলেকোঠায়।
আমার দিকে আর একবার তাকাও বন্ধু, চেনা কোন ভঙ্গিমায় আমাকে একবারও মনে পড়ে আজ? আমি একসময় তোমাদের শিহরিত আনন্দের একমাত্র অবলম্বন ছিলাম। তারপর চোখের জলের এক খরস্রোতা বন্যায় আমি ভেসে এসেছি এই সীমাহীন বেদনার দেশে - যেখানে এক নিদ্রিত আমাবস্যায় কাটে আমার দীর্ঘ দিবস - দীর্ঘ রজনী।


undefined
আপনার মূল্যবান মতামত দিন: