নাহার শিমুর লেখা কবিতা- দিবানিশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ১৭:১৫

ছবি সমসাময়িক
আমার মনের বাগানে ফুটেছে হাজার হাজার বেলি ফুল তোমায় রেখেছি সেই ফুলের মাঝখানে আমি। তুমি আমার পিঞ্জিরায় ওগো আমার স্বামী বর ।
কল্পনাতে সারাক্ষণ থাকো তুমি আমার বুকের ভেতর কলিজার মাঝখানে। অনুভূতি অনুভবে প্রেম ভালোলাগা ভালোবাসা অন্তরে অনুরাগে ছোঁয়ায়
বুদ্ধদেবের কঙ্কাবতীর মত লুকিয়ে থাকো মন পিঞ্জিরার হৃদয়ের অতল গহীন গহব্বরে । আমি তোমায় নিয়ে সারা বেলা লিখি কত কবিতা স্বামী বর,
তোমার মনে ঝড়ো হওয়া বইলে আমার ভাল লাগে না। তোমার মন অশান্ত থাকলে আমার ভালো লাগেনা ।
তুমি মিশে আছো আমার শরীরের প্রতিটি লোমের ভিতর দিয়ে সমস্ত শরীরের রক্ত কণিকায়।
তোমা দুঃখ কষ্ট গুলো অশান্ত গুলো আমায় ভাগ করে দিও, আমি তোমার পুরো ভাগ নিতে চাই ।সাথে হাসিখুশি আনন্দে পুরোটাই আমায় সাথে রেখো ওগো স্বামীর বর।
অশান্ত বাতাসে সব উড়িয়ে দেও সব সমুদ্রে নিয়ে, কেউ খুঁজে পাবেনা অশান্ত কে সহস্র বিহঙ্গ ঝাঁকে যেমনি বিহঙ্গী মিশে যায়। সাগরের অতল গহ্বরে ঢেউ নিয়ে যাবে অশান্ত কে দূর সিন্ধু পাড়ে ।
সমুদ্র যে ,বুকের কষ্ট গুলো অশান্ত গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তারপরে কিছুক্ষণ দাড়িয়ে থাকবে হিমছড়ি তীরে সৈকতের পারে।
দিনরাত্রি নিদ্রাহীন কেটেছে আমার তোমার জন্য চিন্তা করে। দিন রজনী শুধুই তুমি আমার মনে ক্লান্তি বুঝিনা একরতি। তুমি যে আমার স্বামী বর তোমার বুকে কষ্ট দেখলে আমি কি সুখে শান্তিতে থাকি বলো?
দীপ্তিভরা নয়নে তাকিয়ে থাকি,তোমা দিকে আমি অপলক দৃষ্টি পড়ে না যেন ,মুখ দেখে মন ভরে না তোমার,
কোকিল কন্ঠের গান তুমি গাও, সুমধুর কন্ঠে আমা মন প্রাণ জুড়িয়ে যায় , কতবার যে শুনি দিনরাত্রি মিলে গভীর নিশিতে
আর মাকড়সার জাল বুনি মনে স্বপ্ন আঁকতে থাকি মাকড়সার জালের মতো তোমায়, ভাবতে ভাবতে চলে যাই তোমার মনের ভিতর।
তোমার মনের ভিতরে গিয়ে খেলা করি নিঃশব্দে , এত শব্দবিহীন তোমার ভিতরে বাস করি আমি।
ওগো স্বামী বর আমি তোমাকেও টের পেতে দেই না যে আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা অনুভূতি অনুভবে পার করি সারা দিনরাত দিবানিশি।


আপনার মূল্যবান মতামত দিন: