মণিরামপুরের কবি আব্দুল আলীম এর কবিতা- শেকড়ের সন্ধানে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১ ০৬:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১ ০৬:১৪

ছবি সমসাময়িক
  ফিরে যাই মাটির গন্ধে ফিরি মাটির টানে মায়া মিজানের সাথে ঘুরি শেকড়ের সন্ধানে। সেই নিরানব্বই সালটি আমার স্মৃতি পটে ভাসে ছোট্ট সেই মিজান মায়ার মুখটি আজও হাসে। কোনো বাঁধা বিপত্তি যার মানাতে পারেনি হার সেই তো মিজান পরিয়াছে আজ হৃদয়ের মনিহার। সুকঠিন এক চলার পথে নিজেকে বহাল রাখা সেওতো এক ভীষণ চ‍্যালেন্জ কখনো চলেছে একা। এগিযে যাবে শেকড়ের সন্ধানে সব বাধা তার রুখে সমাজ সেবার মহান ব্রতে সকলেই থাক সুখে। যাহার নিকট যখন ই যাবে মিজান- আমন্ত্রণ সেখানেই যেন জীবন ফেরে শেকড়ের শন্ধানে।


আপনার মূল্যবান মতামত দিন: