
--------------ঈমান-------------
অলিয়ার রহমান।
ঈমান আমাদের অনেক শক্ত আমরা মুসলমান, চিরদিন মোরা খোদার ভক্ত করি তাঁর জয়গান। ইবাদতে শুধু একটু পিছিয়ে মসজিদে যাই কম, কদাচিৎ মোটা কাপড় বিছিয়ে নামাজী যে একদম। যৌতুক নিয়ে বিয়ে করি আমি মুখে আল্লাহর নাম, সবে জানে আমি খুব কড়া স্বামী বউ জানে মোর দাম। ছেলেমেয়ে নিয়ে সুখে আছি বেশ আল্লাহর শুকরিয়া, বাবা-মা'র ঘরে চাল হয় শেষ কাঁদেনা আমার হিয়া। অভাবী বোনের রাত-দিন এক রোগে শোকে একাকার, টাকা চায় এসে - কত বড় শখ! আমি নেব তার ভার? পাঁচ লাখ টাকা জমা আছে শুধু জমিই হয়নি কেনা, বাবা-মাকে দিলে ঘর হবে ধুধু আমি হয়ে যাব দেনা। কিছু টাকা দিই মসজিদ ঘরে ঈমানের দাবি তাই, আল্লার পথে আমি চিরতরে ঈমানের গান গাই। গরীব মরুক ভাতের অভাবে তাতে কিবা আসে যায়, চিরকাল বুঝি কেউ বেঁচে রবে? আজগুবি কথা কয়!! জিহাদের তরে আমি আছি রাজি বেহেশতের বড় আশা, অতীব গোপনে করি কারসাজি তবু্ও দিলটা খাসা। আমার সামনে নাস্তিক এলে জনমের তরে শেষ, কখনো দেখিনি মমতার ছলে মানবিক পরিবেশ।
হায়রে মানুষ, হায়রে অবোধ হায়রে পাষাণ প্রাণ, ইসলামে কবে নিছে প্রতিশোধ? কবে হারিয়েছে মান? তুমি বুঝি শুধু আল্লাহর সৃষ্টি অন্যরা তবে কার? মানুষে মানুষে নানান কৃষ্টি সমাজের মতিহার। তোমার বিবেক শিকেয় উঠেছে ঈমানের কথা কও? বিবেকের পিছে ঈমান ছুটেছে কভু তার দেখা পাও? কার ঘর আজি জ্বেলে দাও তুমি কারে করো অপমান? মানুষের তরে সোনা এই ভুমি গাহো সাম্যের গান। মানুষে মানুষে হানাহানি- জেদ বিবেকের নেই সাড়া, আল্লাহর কাছে নেই কোন ভেদ সব নিজ হাতে গড়া। তুমি যদি আজি বিচার করিয়া দাও মরণের রায়! আল্লাহর চোখ উঠিবে ভরিয়া নিপিড়ীত কান্নায়।

আপনার মূল্যবান মতামত দিন: