যশোরের আলোচিত কবি "অলিয়ার রহমান" এর কবিতা- অভিমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১ ০৪:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১ ০৪:৩৬

ছবি সমসাময়িক

অভিমান অলিয়ার রহমান।

জানি তুমি থাকো অনেক দুরে অনেক দুরে অন্য রকম দেশ, মনের চোখে ভাসি অচিনপুরে সেথায় বুঝি সুখের নাহি শেষ? সেথায় বুঝি জোছনা বেশি সাদা আকাশ বুঝি অনেক বেশি নীল? ফুলের বনে অন্য রকম ধাঁধা শাপলা ফুটে দুধের মত ঝিল!! সেথায় বুঝি অরুণ আলোর রং নেশা জাগায় মৌটুসীদের মনে? ফুল পাখিদের অবাক করা ঢং ছড়িয়ে পড়ে কৃষ্ণচূড়ার বনে? সেথায় বুঝি বৃষ্টি নামে রোজ ঝর্ণা নামে পাহাড় বেয়ে বেয়ে? তোমার মনে আছে আমার খোঁজ? আমি তো এক অতি কমন মেয়ে!
কিন্তু তুমি ভুললে কেমন করে - আমার শরীর ক্লান্ত ছিল খুব! অচিন দেশের সবুজ প্লেন ধরে তুমি দিলে গহীন জলে ডুব। শরীর থেকে নামলো যেদিন ভার মনটা হলো পাহাড়সম ভারী, আমার মত মন্দ কপাল তার জন্ম থেকেই ব্যাকুল স্বপ্নচারী। মাঝে মাঝে পাচ্ছি কিছু টাকা ঘুমের ভিতর হঠাৎ আসে ফোন তাতেই মোদের ঘুরছে জীবন চাকা টাকার চেয়ে সস্তা আমার মন।
তোমার মেয়ে এদিক ওদিক চায় খোঁজে বুঝি রক্ত ঋণের মুখ? শোধ হলোনা ভালবাসার দায়, টাকা দিয়ে কিনছি নকল সুখ! দাওনি আজও নরম গালে হাত হয়নি দেখা তোমার আপন রূপ, দিনের শেষে আবার আসে রাত তোমার বিবেক ভীষণ রকম চুপ!
তোমার মেয়ে দিচ্ছে হামাগুড়ি তোমার ছবি অবাক হয়ে দ্যাখে, আমি কেবল মরণ জ্বালে পুড়ি স্বপ্নগুলো পুড়ায় ঝাঁকে ঝাঁকে। আমরা কেবল গাছের মত বাঁচি হচ্ছি বড় গাছের মত করে , মেনে চলি তোমার দেয়া সূচী শিউলি তলে চোখের পানি ঝরে।
তোমার মেয়ে হাত বাড়িয়ে আসে বুকের মাঝে মুখ লুকাতে চায়, আমায় দেখে খলখলিয়ে হাসে ভুবন মাঝে আমায় শুধু পায়। ক্লান্ত হয়ে ঘুমায় দুপুর বেলা অবাক হয়ে দেখি তোমার মুখ, আমার কেবল বাড়ে বুকের জ্বালা কতখানি পাষাণ তোমার বুক? মোদের ভুলে থাকো অচিন দেশে সোহাগ ভুলে থাকো তুমি একা, স্বপ্ন বাঁচে ঝরা ফুলের বেশে সুখের মানে শুধুই বুঝি টাকা?
রাতের বেলা ডুকরে কেঁদে ওঠে কষ্ট কিসে খুঁজি ব্যাকুল হয়ে, দুটি ঠোঁটের আদর শুধু জোটে আমি বাঁচি দহন জ্বালা সয়ে। প্রথম যেদিন ডাকবে তোমার মেয়ে ডাকবে শুধু বাবা, বাবা, বাবা, সেদিন আমি সকল জ্বালা সয়ে চিরতরে আমিই হবো বোবা। গভীর রাতে করলে টেলিফোন শুনবে শুধু কাদঁছে মেয়ে একা, নিশি রাতের কান্নাভেজা মন আর পাবেনা ব্যাকুল কথার দেখা।



আপনার মূল্যবান মতামত দিন: