মোঃ শাহ্ জালালের কবিতা বিরহের দিনগুলোতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০ ১৮:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০ ১৮:৫১

ছবি সমসাময়িক
আমাকে খুঁজে পাবেনা তুমি আর! হয়তো ভোরের স্নিগ্ধ বাতাসে- বকুল তলে হিমেল হাওয়াতে। তোমার নরম পায়ের পরশ, অবহেলায় আমাকে- যাবে ভুলে।
আমাকে খুঁজে পাবেনা তুমি, ফুলের নিকুজ্ঞ বনে। প্রজাপতি হয়ে অব্যক্ত কথা, বলবনা কানে কানে। আমাকে খুঁজে পাবেনা তুমি, মনিরামপুর কলেজের সান বাঁধা পুকুর পাড়ের বটবৃক্ষ তলে। বাড়ি ফেরার পথে, পথ চলতে চলতে ক্নান্ত হয়ে! যদি কখনও বস-কোন কালে। তবুও তুমি খুঁজে পাবেনা আমায়! তোমার শাড়ির আঁচলে। কালি মাখা মুখ তুলির হাঁসিতে। তোমার অব্যক্ত ঠোঁটে আমাকে খুঁজে পাবেনা তুমি। হয়তো কোন একদিন তোমার যাত্রা পথে, গগন চাঁদ হয়ে রব আমি। নজর ফেরাতে পারবেনা কোন মতে। বিনিদ্র রজনীর সাথী আমি তোমার, রাত জাগা পাখি আর ঘুমের ঔষধ হয়ে। আমার দিকে তাকিয়ে তোমার, হাজার প্রহর যাবে বয়ে। তবুও আমাকে খুঁজে পাবেনা তুমি! বিনিদ্র গহিন রজনীতে। কবিতা লেখার ছন্দ আমি- তোমার, কোন বিরহের দিনগুোতে নেব চির বিদায়।"



আপনার মূল্যবান মতামত দিন: