
হঠাৎ দেখা অলিয়ার রহমান।
হঠাৎ হলো তোমার সাথে দেখা বিজন মাঠে বহু বছর পর, আগের মতো আজও তুমি একা আজও তেমন মিষ্টি গলার স্বর। আজও আকাশ অনেক বেশি নীল ক্লান্ত বিকেল পড়ছে নুয়ে মাঠে, তোমার সাথে মাঠের অনেক মিল সবুজ মাঠে সূর্য্য গেলে পাটে। সরিষা ফুলে হিমেল বাতাস বয় মটরশুঁটির বনে লাগে ঢেউ, আকাশ কত তারার আঘাত সয় আমি ছাড়া আর জানেনা কেউ! আজও পাখি ফিরছে আপন ঘরে মুখর করে শান্ত বিকেল বেলা, আজও কথা সাজিয়ে থরে থরে আমার শুধু অচিন পথে চলা। আমার আবেগ সবুজ মাঠে রটে তোমার রূপে সাজাই নীলাকাশ, তোমার ফসল অন্য ঘরে ওঠে যেথায় তোমার নিত্য সুখের বাস। আজও বাতাস ব্যস্ত তোমার চুলে চোখের কাজল ব্যাকুল করে মন, ভাবছো- তোমায় কবেই গেছি ভুলে? অন্য ফুলে সাজিয়ে হৃদয় বন? আজও পলাশ হাসে তোমার ঠোঁটে চোখের পাতায় অনেক কথা জমা, চরণ তলে হৃদয় রেখা ফোটে দু'হাত দিয়ে বিলাই আমি ক্ষমা।

আপনার মূল্যবান মতামত দিন: