
বিশেষ প্রতিনিধি।।
আজ গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে নিবেদিত কবিতা পাঠ, আলোচনা ও দোয়া মাহফিল রওশন আলী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এ্যাডঃ মাহমুদা খানম, সভাপতিত্ব করেন গাঙচিল যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক অরুণ কুমার বর্মণ, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গাঙচিল যশোর জেলা শাখার সভাপতি কবি এ্যাডঃ জি এম মুছা, কবিতা পাঠ করেন কবি মণিরুল ইসলাম,কবি রহিম বাদশা,কবি রেজাউল করিম রোমেল আরো উপস্থিত ছিলেন হূমায়ূন কবির স্বচ্ছ, তুহিন চন্দ্র মজুমদার,সাজু,ফাহিম প্রমুখ ।সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন গাঙচিল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মিলন।

আপনার মূল্যবান মতামত দিন: