
তুই কি আমার হৃদয় হবি
শ্রী বিপ্লব জলদাস
====================
আচ্ছা, তুই কি আমার হৃদয় হবি
হৃদয় হয়ে দুঃখ যত সব খোয়াবী
সুখের যত ভগ্নাংশ
এঁকে এঁকে জোরা দিবি।
তোর হৃদয়ের ফুলদানিতে
আমায়, আপন করে সাজিয়ে নিবি ?
বল,
তুই কি আমার হৃদয় হবি?
হৃদয় হয়ে অন্তরের গহীন জলে
সাঁতার দিবি।
সাগর দেশে ঝিনুক মাঝে মুক্তা হবি?
মুক্তা হয়ে হৃদয় জুড়ে স্বস্তি দিবি।
তুই কি আমার স্বপ্ন হবি
স্বপ্ন হয়ে নতুন আলোয় রং ছড়াবি।
অন্ধকারে আকাশ মাঝে
তারা হয়ে মন রাঙাবি
তুই কি আমার হৃদয় হবি?
হৃদয় হয়ে দুঃখ যত সব খোয়াবী।

আপনার মূল্যবান মতামত দিন: