কবি সায়ফুল আলম এর লেখা কবিতা- "একটি কবিতা তোমার জন্য"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুন ২০২১ ১০:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২১ ১০:১৭

ছবি সমসাময়িক
  নিষ্পাপ চাঁদের নিরীহ জোছনা তোমাকে দিলাম সূর্যের চিরযৌবন মুগ্ধমনে। গাঢ় অন্ধকার মেঘের গোপনে লুকিয়ে থাকা বিশুদ্ধ সাদা রং ছিনিয়ে এনেছি তোমার জন্য। বসন্তের সবটুকু সমৃদ্ধি কাঁচা হলুদে মেখে আমার ভালোবাসার সবুজে তোমাতে সাজালাম। শাশ্বত বর্ষার কবিতাগুলো নতুন ছন্দের জোয়ার-ভাটা হয়ে ফের জন্ম নিলো আমাদের প্রেমের বসতভিটায়। আমার প্রতিক্ষার প্রজাতিরা জেগে উঠেছে বাহারী বর্ণিল সাজানো ডানাগুলো প্রসারিত ছুটে চলেছে তোমার দিকে প্রেমের পসরা নিয়ে । নিখাদ শিশিরে অকৃপণ অন্ধকারের গভীরে অযাচিত বর্ণমালা তোমার চোখের তারায় জ্বলে ওঠে আমার প্রেমের কবিতা হয়ে। অবিশ্বাস্য শীতের দুঃসহ শৈত্যপ্রবাহ উষ্ণতার নতুন প্লাবন মেলার উদ্বোধন করবে তোমার-আমার মিলনের গোপন মঞ্চে । আমার গভীর গোপন পরম আপন একান্ত আমার আমি সাথে থাকা সারাবেলা আমার স্বপ্ন..... এসো, অফুরন্ত সময়ে অসীম সাগরের গর্ভ থেকে জেগে উঠি নব-দম্পতির বাহুডোর হয়ে জীবনের অলি গলি ছেড়ে ছুটে চলি অবিরাম পথ হাঁটা পথে........


আপনার মূল্যবান মতামত দিন: