বাসুদেব চ্যাটার্জী'র লেখা কবিতা- আমি যাবো না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুন ২০২১ ০১:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২১ ০১:৫৪

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  এ জীবনে ইচ্ছেতে কোনদিন তোমার ঘরে আমি যাবো না।। ভুল করে তোমায়, ভালোবাসি আমি আর বলবো না। আবেগের টানে একবার যদি চেনা পথ ফিরে পাই, অকারণে বলবো না কোনদিন তোমাকেই আমি চাই। তোমার সুখের ঐ ঠিকানায় উড়োচিঠি হয়ে ঢুকব না, তোমার পথের কাঁটা হয়ে চলার পথে আমি বিধ বনা। তোমার উপেক্ষার তপ্ত দহনে আমি আর জ্বলবো না, মনভোলা হয়ে আমি আর তোমাকে ইশারায় ডাকবো না। সুগন্ধি আর রকমারি সাজে তোমাকে চমকাতে যাবো না, (ক্ষনিক) মোহনীয় আবেশে জড়িয়ে জীবনের গান আর গাইবো না। এ জীবনে ইচ্ছেতে কোনদিন তোমার ঘরে আমি যাবো না।।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: