
শ্রাবণের নিকষ অন্ধকার রাতে
টিনের চালে বৃষ্টির ছন্দ সুরে,
বেজে ওঠে না আমাদের জীবনের সুর।
নিকট কোন বিকট ব্জ্র শব্দে,
ভয়ে জড়িয়ে ধরো না আমারে।
আর অনুভব করি না তোমার ভয়ার্ত
শরীর ও হৃদপিণ্ডের কম্পন।
তোমার বাহুবন্ধনে হয় না আর
ক্লান্ত দেহের সতেজ ঘুম।
জীবনের রাতগুলো এখন বিষন্ন দীঘল।
সেখানে নানা রঙের বেদনার গল্প।
সুখগুলো গিয়েছে ঝরে,
চৈত্রের শুকনো পাতার মতো।
বৃষ্টিভেজা সকালে জমে না আর জীবনের গল্প।
চুপ-চাপ কেটে যায় মেঘলা দুপুর।
শ্রাবণের মেঘের ফাঁকে শেষ বিকেলে
সূর্য উঁকি দেয়।
তারপর সন্ধ্যা নামে।
জীবনের খাতায় লিখিত হয়
নতুন আরো বেদনার গল্প।
আপনার মূল্যবান মতামত দিন: