কান নিয়ে যত কর্মকাণ্ড: লেখক- শহিদুজ্জামান মিলন,

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুন ২০২১ ০৮:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন ২০২১ ০৮:৫৯

ছবি সমসাময়িক
  ছোট বেলায় একটা গল্পে শুনেছিলাম ,জনৈক চোরের আকুতি কান কাটলে চোখে দেখতে পাবোনা। প্রথম যারা ব্যপারটা শুনবেন তাদের হতচকিত হওয়া অস্বাভাবিক নয়। কারণ কানের কাজ শ্রবণ করা ,দর্শন করা নয়। ব্যাপারটা যেন এরকম শিং মাছ কি গরু?যে গাছে উঠবে? আসলে চোর মহাশয় মোটেই অযৌক্তিক কিছুই বলেনি। আদিকাল থেকে শ্রবণের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে কান। তা হলো দর্শন সহায়ক যন্ত্র চশমার ডান্টি ধরে রাখা।সে হিসেবে কানকে নিঃস্বার্থ উপকারী ভাবা যায়। শুধু তাই নয় ,মেয়েদের সৌন্দর্য বর্ধনেও কানের অবদান কম কিসে? মেয়েরা কিশোরী হওয়ার আগেই দাদি,নানি বা মা চাচি ধরে ধারালো সুচ ফুটিয়ে কানের লতি ছিদ্র করে দেয়।তারপর সেখানে স্বর্নালঙ্কার ঝুলিয়ে দেয়া হয় যা কানকে আজীবন বয়ে বেড়াতে হয়। কানের ত্যাগের মহিমা এখানেই শেষ নয়। অনেক ক্ষেত্রে ছোট খাটো অপরাধের শাস্তি পেতে হয় সরাসরি কানকে। অনেক শিক্ষক তার ছাত্র ছাত্রীদের কথায় কথায় কান টেনে লম্বা করে দেয়ার হুমকি দেয়। অনেক ক্ষেত্রে হাতাহাতির একপর্যায়ে কান ছিড়ে যাওয়ার ঘটনা অমূলক নয়। তাছাড়া চুরি করতে যেয়ে ধরা পড়লে শাস্তি হিসেবে কান কেটে দেয়ার ইতিহাস বেশ পুরনো। আবার অনেকে মনে করেন মাথাকে হাতে পেতে কান ধরে টানতে হয়।যার প্রমাণ মেলে প্রচলিত বাংলা প্রবাদে"কান টানলে মাথা আসে"। কবি শামসুর রাহমানের পান্ডুশ্রম কবিতায় দেখেছি, কান নিয়েছে চিলে ,একথা শুনেই একদল লোক খোয়া যাওয়া কান উদ্ধারের নিমিত্তে চিলের পেছনে ছুটাছুটি শুরু করলো। অনেকে এটাকে শ্রেফ নির্বুদ্ধিতা হিসেবে দেখেন।যে তারা কানে হাত দিয়ে কান প্রকৃত পক্ষে নিয়েছে কিনা তা বাছবিচার না করে দৌড় শুরু করেছে।আসলে আমি মনে করি এটা কানের প্রতি মানুষের ভালোবাসা।সত্যিই যদি কান সেদিন চিলে নিতো?থাক সে কথা। সর্বশেষ ২০২০সালের ৮ মার্চ যখন দেশে করোনা হানা দিলো। মানুষ করোনা প্রতিরোধের বিভিন্ন উপায় বের করার চেষ্টা করছিল। তখনই তাঁরা আবিষ্কার করলো করোনা প্রতিরোধের উত্তম মাধ্যম মাক্স ব্যবহার করা। আবার ও দায়িত্ব পড়লো কানের উপর।এই মাক্স তাকে তাকে আটকে রাখতে হবে মুখের সাথে। এবার আসি সেই জনৈক চোরের গল্পে।কোন এক গ্রামে এক রাতে চোর ধরা পড়েছিল। যথারীতি মাতম্বরা বসলো শালিশ করতে। সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো চোরের কান কেটে দেয়া হবে।একথা শুনে চোরের আকুতি , আপনাদের কাছে অনুরোধ আমাকে অন্য শাস্তি দিন।তবে কান কাটবেন না।কান কাটলে চোখে দেখতে পাবো না। তখন কৌতুহলী সবাই জিজ্ঞাসা করলো কেনো,কান কাটলে চোখে দেখতে পাবা না কেনো?চোরের উত্তর আমি চশমা ছাড়া চোখে দেখি না। কান কাটলে চাশমা লাগাবো কিভাবে? চশমা লাগাতে না পারলে চোখে দেখতে পাবো না। করোনা এসে কানের দায়িত্ব আরো বাড়িয়ে দিলো। কানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি।


আপনার মূল্যবান মতামত দিন: