
গাঙ্গের মাঝে চাং বসিয়ে
ধরছি জালে মাছ,
জেলে আমি আছে কী আর,
অন্য কোন কাজ?
টাকশালের ঐ ছিপের ভাঁজে
গুছিয়ে ছিটকি জাল,
মাছের আশায় আছি বসে,
রোদে পোড়ে গাল।
নাছোর বান্দা জেলে আমি
বসছি নিয়ে টুল।
ক্ষণে ক্ষণে আসে বারি
ভেজায় মাথার চুল।
ধরছি অনেক মাছ জালেতে
বোয়াল কাতল শোল,
খাইনা তেমন মাছটা আমি
খুশি, পেলে ঝোল।

আপনার মূল্যবান মতামত দিন: