
ভাবনার আকাশ বর্ষার মেঘে ঢাকা, মনের বাজারে আলোর বেসাতি কম, পবনের পথ এইদিকে আঁকাবাকা, ছন্দে মেতেছে বৃষ্টির ঝমঝম। তোমাতে আমাতে বিভেদ হয়েছে বড়, জানালার কাচ ঝাপসা চোখের মত , বালিশের ছোঁয়া বিচ্ছেদে জড়সড় , সুখের ভাবনা কবেই হয়েছে গত ! ছাদের বাগানে বঞ্চিত রাঁধাচূড়া , সাঙ্গ হয়েছে গোলাপের মুখরতা , বেদনার মেঘ অসীম আকাশ জোড়া , বজ্রের ডাকে ভেঙে যায় নিরবতা । মেঘের বাড়িতে চলাচল কতো সোজা, হিমেল বাতাস আকাশের সিঁড়ি বায়, আমাদের পথ মুষল বাদলে ভেজা , একটা শালিক বিরহের গান গায়। একটা শালিক নীড়ের অভাব বোঝে, ঝড়ের আঘাতে আনমনা কাটে দিন , বর্ষার মেঘ শ্রাবণের দিন খোঁজে, মেঘের কান্না চিরকাল অমলিন । তোমাতে আমাতে বিভেদ হয়েছে বড়, সেই সব কথা মেঘেদের সব জানা , যতই তুমি স্বপ্নের গিরি গড় , আমাকে ছাড়া একপা বাড়ানো মানা। বর্ষার শেষে তোমাতে আলোর দিশা জানালার কাচে ধুলোর বসতি শেষ , তোমাতেই কাটে এই ঘোর অমানিশা , নয়নে নয়নে ভালবাসা অনিমেষ ।

আপনার মূল্যবান মতামত দিন: