প্রবাসী কবি তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- বাবা হীন ঈদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২১ ০৩:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২১ ০৩:২৯

ছবি সমসাময়িক
কত ঈদ এলো গেলো এলো নাতো বাবা মোর
তুমি বিনে এ জীবন কাটেনা তো কালো ঘোর,
দুখ এসে হানা দেয় এই যে ঈদের দিন খুব বেশি ব্যথা জাগে বাবা আজ তুমি হীন৷
জানো বাবা আজ ঈদ মন মাঝে শুধু দুখ খুঁজে ফেরি বারে বারে কোথা আমি পাবো সুখ, কত ঈদ আসে যায় আসো নাতো শুধু তুমি তুমি বিনে এ জীবন মনে হয় মরুভূমি৷
নব সাজে সবে আজ যায় ছুটে ঈদ গায়ে গোর পাশে বসে আছি সাথে আছে মোর মায়ে, জানো বাবা লাগে নাতো আজ কিছু মোরে ভালো চারিদিকে চেয়ে দেখি সবি আজ ঘোর কালো৷
ঈদ খুশি সবে মনে কাঁদে শুধু এই মন ভাবি বসে তাই আজি বাবা কথা সারাক্ষণ, কতজন যায় ঈদে নিজ বাবা হাত ধরে মোর বাবা গেছে চলে ভবে মোরে একা করে৷
একা বসে কত কথা দেয় উঁঁকি এই মনে লিখি আমি তাই বসে কাব্য যে তার সনে, বাবা তুমি ভালো থেকো করি দোয়া হাত তুলে, যতদিন আছি বেঁচে যাবো নাকো কভু ভুলে৷



আপনার মূল্যবান মতামত দিন: