
আটকে পড়েছে কতো প্রিয়জন লকডাউনের ফাঁদে, সন্তান ছাড়া এমন ঈদ ! মা-বাবার হৃদয় কষ্টে কাঁদে। মুসলিম দুনিয়ায় মেলাবন্ধন ঐ ঈদের মাঠের জামাত, মাঠ ছেড়ে মসজিদে ! তিন ফুট দূরে দূরে মোনাজাত। নামাজ শেষে কোলাকুলি নেই ! কথা তবু তিন ফুট দূরে, এমন দুঃসময়ে মুসলিম দুনিয়ায় ঈদ এলো ঘুরে ফিরে। জীবন জীবিকায় অজানা ভয়, মৃত্যু, আতঙ্ক চারিদিকে, সন্তান ছাড়া মা-বাবার ঈদ তাই আজ আনন্দহীন ফিকে। ধবংসের নাচন, বিষণ্ন মন। দরকার শুধু মানবিক আচরণ, ধনী-বিত্তের দান, আর্ত্ পীড়িত অভাবী মনুষের যেন প্রাণ। আমাদের পাপে আমরা ডুবছি। তাই বারেবারে আসে দুর্যোগ, মাফ করে দাও প্রভু ! দিয়ো না আর এমন মহামারি দুর্ভোগ।

আপনার মূল্যবান মতামত দিন: