
লালদীঘিতে ভাসায় তরী
তরীর গলায় আছে দড়ি,
ঢেউএ ঢেউএ আঁছড়ে পড়ে
বাঁধি এখন দীঘির পাড়ে।
ঘনিয়ে আসবে সন্ধ্যা যখন
যাবে না সময় মন্দা তেমন,
তুমি আমি দুজন মিলে
ভাসায়ে তরী যাব ঝিলে।
শাপলা শালুক ঝিলে বিলে
পানকৌড়ি ও আছে মিলে,
ওদের সাথে সঙ্গ দেবো
রাতের জোছনায় ছন্দ মেলাবো।
সুখ সারির সাথে কইব কথা
ভুলে যাব সকল ব্যাথা,
এই রাত হবে সোনায় সোহাগা
টাপুর টুপুর বৃষ্টিতে ভেজাবো গা।

আপনার মূল্যবান মতামত দিন: