
দূর থেকে তোমার অনেক কিছুই বড় দেখেছি
যত না বড় কাছে এসে দেখা যায়,
তোমার সদর
অন্দর যৌবন
অন্তর বহির্বাস
পূর্বাপর জনম
জৈবিক ক্ষুধা
ও তোমার আমিষাশী মন
চোখে দ্যাখা ও হৃদয়ে পাওয়ার প্রশান্তি
উপসীমা ঘুরে অক্ষিপট বড়ই ক্লান্ত।
তোমার চঞ্চল পতিত চাহনী
আমাকে আজ বিস্ময়ের মুখে ঠেলে দিয়েছে
ভুল ভাঙতে দোষ কী!
যতটা বড় দেখেছিলাম
তার থেকেও অনেক বেশি ক্ষুদ্র তুমি।

আপনার মূল্যবান মতামত দিন: