
আধুনিকতার উচ্চ সীমায় পৌঁছে গেছি আমরা
যেখানে ঢাকা শরীরটাকে খুলতে কিংবা
খোলা রাখতে দ্বিধাবোধ করিনা,
কোনও মানুষ দুর্ঘটনায় পড়লে আমরা
ছবি তুলতেও সময় নেই না।
যখন অসহায় হয়ে কাঁদে কিছু মানুষ
আমরা দেখি তার এক অবহেলিত প্রতিচ্ছবি হসপিটালের কেবিনেও আমরা
রোগীর সাথে ফটো সেশন করি,
আমরা দেশি মর্ডান তবে আল্ট্রামডার্ন ভালোবাসি।
জিন্স আর টপ যেভাবে পরছে সকল নারী
শাড়ীর আঁচলে মুখ লুকাতে
কিংবা মুছতে পারবে না'কো কোনও শিশু
পাবেনা তারা মায়ের সেই ভালোবাসার আঁচল।
হায়রে আধুনিকতা !
এর নাম কি তবে সেই
আধুনিক হয়ে বেঁচে থাকা ?

আপনার মূল্যবান মতামত দিন: