কবিতা “হানিমুন” কবি- মােঃ শামছুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মে ২০২১ ১৫:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মে ২০২১ ১৫:১০

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  জানতাম তুমি চলই যাবে কারণ- জলের আয়নায় প্রতিবিম্ব কখনাে স্থির থাকে না। অথচ, আমি নিশিদিন এক মত্ত হরিনীকে বশ করতে ব্যস্ত ছিলাম। অলিক স্বপ্নকে বাস্তবে ছিনিয়ে আনতে চেয়েছি মনের রঙ্গিন বাতায়নে। যে আমায় শােনাবে। জীবনের ইস্পিত গান। ময়নামতির শাল বিহারে ঠিকানা আমার খুঁজে পাবে তুমি স্মৃতির যাদু ঘরে। অথচ! তুমি আদৌ আমাকে খুঁজে পাবে না এই অবনী পরে।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: