4920
12/17/2025
কবিতা “হানিমুন” কবি- মােঃ শামছুজ্জামান
কবিতা “হানিমুন” কবি- মােঃ শামছুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২১ ১৫:১০
জানতাম তুমি চলই যাবে
কারণ-
জলের আয়নায় প্রতিবিম্ব কখনাে
স্থির থাকে না।
অথচ, আমি নিশিদিন
এক মত্ত হরিনীকে বশ করতে
ব্যস্ত ছিলাম।
অলিক স্বপ্নকে বাস্তবে
ছিনিয়ে আনতে চেয়েছি
মনের রঙ্গিন বাতায়নে।
যে আমায় শােনাবে।
জীবনের ইস্পিত গান।
ময়নামতির শাল বিহারে
ঠিকানা আমার খুঁজে পাবে তুমি
স্মৃতির যাদু ঘরে।
অথচ! তুমি আদৌ
আমাকে খুঁজে পাবে না
এই অবনী পরে।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]