
প্রশ্ন করো যদি,ভালোবাসি কেন ?
জানা নেই, উত্তর ঠিক তার।
যাকে ভালোবাসি না ,
তার পেছনে ,বহু থাকে অজুহাত।
তবে ভালোবাসার, কারন থাকে কি কোন?
একথা শুধু জানি,
ভালোবাসি বলেই ভালোবাসি।
থাক না ওসব কথা,অযথা কেন সম্পর্কের ক্ষয়?
বয়ে চলা নদী থেমে কি যায়?
কূলের ভালোবাসায়।
আমি তো হয়েছি সর্বংসহা,সেই বহুকাল থেকে।
করলে আঘাত পাথরের বুকে,
কি আসে যায় তাতে?
কথার তর্ক,পাই কি শোভা?
তাই তো কবেই, নিয়েছি মেনে
হৃদয়ের পরিনতি।

আপনার মূল্যবান মতামত দিন: