প্রবাসী কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- শ্রমিক দিবস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১ ১৫:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১ ১৫:১৭

ছবি সমসাময়িক
  পহেলা মে শ্রমিক দিবস পালন করি সবে, দাও না কেনো অধিকার সব ওই শ্রমিকের তবে? কত শত অধিকার তার আজও হয়নি পাওয়া, মালিকের কাছ ব্যর্থ যেনো ওই শ্রমিকের চাওয়া৷ শ্রমিক দিবস পালন করে লাভ কি হলো তাতে, এমন দিবস চায় যে শ্রমিক দুঃখ কমে যাতে৷ অনাহারে কত শ্রমিক পথের ধারে মরে, এমন কেহ নাইরে তাদের আনবে কাছে ধরে৷ শ্রমিক দিবস চায়না শ্রমিক ভাত চায় তারা খেতে, ক্ষুদার জ্বালা নিভলে তবেই থাকবে কাজে মেতে৷


আপনার মূল্যবান মতামত দিন: