
তোমার ওই দু'টি কাজল কালো আঁখি
স্বপ্নঝরে আকুল প্রাণে,ব্যাকুল করে
জেগে আছে অতন্দ্র প্রহরী হয়ে
অন্ধ প্রেমের গোপন ছোঁয়ায়।
আলোর পিপাসায়
প্রেমের মাঠ পানে চেয়ে
জাগ্রত অনতুনু দেহমন
ভালবাসায় চৈতালী ধূ-ধূ প্রান্তরে তৃষ্ণার্ত আঁখি
খুঁজি ফিরে পৃথিবীর এপিঠ ওপিঠ
ফিরে আসবে সে প্রেমের ভুবন জুড়ে
তাই জেগে থাকা রাতের প্রহর গুনে
দিন-রাত, যুগ-যুগান্তর।
জানি সে আসবে না
তাও জীবনের সব বসন্ত গুলো ধরে রেখেছো
যৌবন জলতরঙ্গ খেলায় তারই মুখোপানে।
শিল্পীর হাতে গড়া তুমি
তোমার সর্বাঙ্গ জুড়ে উর্বর পলির ফসলের মাঠ
তারপরও চাতকের ন্যায় চেয়ে থাকা তোমার
প্রেম যমুনায় তরঙ্গ খেলায় ।
সে আসবে বলে
অন্ত-বিহীন তোমার এই পথ চেয়ে থাকা!

আপনার মূল্যবান মতামত দিন: