
করোনার ঈদ অলিয়ার রহমান

আবার এসেছে ঈদ, আসবার কথা ছিল বলে, কে এসে দিয়েছিলো কথা?চাঁদ তো দিন গুনে চলে।চাঁদেরও দায় আছে, তারও নিয়তি আছে বাঁধা , মানুষের দায় নেই , আছে শুধু পায়ে পড়া, সাধা। তাইতো এখানে ভেদ, মানুষে মানুষে চিরকাল, ধরনী সইবে কতো ? করোনা ধরেছে বুঝি হাল। ধনীর ক্ষুধার জ্বালা সয়ে সয়ে পরাজিত সব, মানুষ সইবে বলে - সব কিছু সয়ে যাবে রব? এইতো বেশ হলো , ঘরেতে কাটাও সবে ঈদ, গরীবের সব এক, ধনীদের চোখে নেই নিদ। আগেও এসেছে ঈদ, বাঁকা চাঁদ এসেছিল হেসে, তোমার হাসির তোড়ে অসহায় গিয়েছিল ভেসে। তোমার জরীর জুতা, অবুঝ শিশুর ভিজে চোখ , ধরনী সইবে কতো? কোথায় লুকাবে এতো শোক? এইতো বেশ হলো - দেখবেনা তোমার ওই বেশ, সুখেরও পরিধি আছে , একদিন হবে তার শেষ। অনেক পাপের শেষে এসে গেল করোনার কাল, সেই দিন দুরে নয় - ধনীতে গরিবে এক হাল। সবাই জীবন হাতে ছুটে যাবে অসীমের কাছে , দেখা যাক -সোনার মোহর দিয়ে কে আর বাঁচে! মানবতা বেচে দিয়ে সোনার কাগজে করো সই, চাঁদেরও নিয়তি আছে, তোমার নিয়তি যাবে কই? নিয়তি দিয়েছে ধরা, করোনা কেড়েছে সব সুখ , কোথায় লুকাবে আজ পরাজিত তোমার ঐ মুখ ? আজ আর ভেদ নেই , নিজের ঘরেতে সবে এক, না হয় এইভাবে- মানবতা মুক্তি পেয়ে যাক। তোমার এ দায় তুমি এড়াতে পারবেনা কভু , এইকালে পার পেলে- হিসাবটা রয়ে যাবে তবু। কিসের বড়াই এতো? ভাইরাসে কাবু সব টাকা , আজ বুঝি জানা গেল- মগজের সবটুকু ফাঁকা? তোমার ক্ষুধার বোঝা অসহায় মানুষেরা টানে , মমতার চোখ দিয়ে কখনো চেয়েছো তার পানে? ক্ষুধায় কাতর হয়ে বুকের মানিক পড়ে শুয়ে , কে দিল দেয়াল তুলে- ধনী আর নিঃস্ব এই দু'য়ে? দেয়াল ভাংতে হবে, তোমরা দিবেনা তাতে সায়, তাইতো করোনা আসে,আজ আর কারো ক্ষমা নাই। দেয়াল ভাংবে নিজে - মৃত্যুতে নেই কোন ভেদ, টাকার পাহাড় দেখে আজ শুধু বেড়ে যাবে খেদ। মানুষের জাত নেই , ভেদ নেই বিধাতার কাছে , দেয়াল তোমার গড়া, সেই সব লিখে রাখা আছে। কোথায় পালাবে আজ, টাকায় জীবন কেনা যাবে? তোমার ক্ষুধার ধন - ঘুণপোকা কুরেকুরে খাবে। দেয়াল হারিয়ে যাবে, গভীর ঘুমের দেশে গিয়ে , সেখানে সবাই এক, ক্ষমা তো পাবেনা টাকা দিয়ে। পালাবার পথ নেই , চারপাশে করোনার ছায়া , ভুলে যাও রাজা ছিলে, ভুলে যাও ক্ষমতার মায়া। আজ কোন ভেদ নেই , আঁধারের নেই কোন রূপ, নিজেই খুড়েছো তুমি নিজ হাতে মরণের কূপ । এইতো বেশ হলো , করোনার ঈদ এলো ঘরে , অসীম মৃত্যুতে - ভেদাভেদ ঘুচবে চিরতরে।

আপনার মূল্যবান মতামত দিন: