শামছুন্নাহার।।

প্রাণী জগতে কেউ কোন অনুপ্রবেশকারীকে পছন্দ করে না। সে মানুষ, পশু পাখি যাহাই হোক না কেন। একজন আরেক জনের এলাকায় অযাচিত ভাবে ঢুকে পড়াকে অনুপ্রবেশ বলে।
একটা কাঠবিড়ালি চড়ুই পাখির এলাকায় ঢুকে পড়েছে। পাখি অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলো কাঠবিড়ালিকে। সে এটাই জানান দিতে ব্যস্ত, তুমি ভুল যায়গায় ঢুকেছ। কিন্তু না কাঠবিড়ালি বুঝতে চাইল না,চড়ুই পাখির কথা কর্ণপাতই করলো না।
যে যত ছোট হোক না কেন তার আত্মরক্ষা ও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। কাঠবিড়ালিকে সতর্ক করার সত্বেও যখন সে শুনলো না, তখন চড়ুই পাখি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল। পাখিটি ছোট হলেও বেঁচে থাকার জন্য যত কৌশল সে প্রয়োগ করবে।
শুরু হয়ে গেল যুদ্ধ, একটাই লক্ষ্য একজন আরেক জনকে প্রতিহত করা। অবাক দৃষ্টিতে ছোট্ট পাখির প্রতিপক্ষকে আক্রমণ করার কৌশল দেখছি। চলতে থাকলো একে অপরের প্রতি আক্রমণ, শেষে চড়ুই পাখি কাঠবিড়ালিকে তাড়িয়ে তার সীমানার বাইরে দিয়ে আসলো।
ছোটকে তুচ্ছতাচ্ছিল্য না করে,নিজের মাপকাঠি বজায় রেখে সতর্কতার সাথে চলায় উত্তম।
আপনার মূল্যবান মতামত দিন: