কবি সাজ্জাদ হোসেনের কবিতা- "বৈশাখী শুভেচ্ছা"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১ ২২:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১ ২২:৫৮

ছবি সমসাময়িক
  কি আর দেবো নববর্ষের শুভেচ্ছা? লক্ষ প্রাণ দিয়েও গচ্চা- বাঙালি জাতি হলো না সাচ্চা। হারিয়েছি মাসি পিসির কেচ্ছা বাংলা সন তারিখ বলতেও অনিচ্ছা, আমাদের মানসিকায় হাজার সমস্যা কি আর দেব নববর্ষের শুভেচ্ছা ? শখের চোর লুটেছে পুঁইশাক- কেমনে খাবো বৈশাখী শাক ভাত? গরীবের নুন পান্তা জুটোতে মরণ, কেমনে হবে বৈশাখ বরণ? একে অন্যের ধন-মান করি হরণ, সন্তানহারা মায়ের বুকে রক্ত ক্ষরণ- পুথিপাঁজি কেউ রাখে না স্মরণ। সংসার ঘানিতে বহে নাভিশ্বাস কি দিয়ে করব বৈশাখী উৎসব? নালিশে নেই সালিশ-ঘুমে নেই বালিশ, কি দিয়ে কিনব হাজার টাকায় ইলিশ ? গরীবের পেট আবার রাক্ষুসী খামার, সারাদিন চাই গামলা গামলা খাবার, আজ আমার প্রাণের বৈশাখ- মজা করে খাবো মায়ের হাতের শাক ভাত,


আপনার মূল্যবান মতামত দিন: