
নববর্ষে এসো বন্ধু আব্দুল আলীম
নববর্ষে এসো বন্ধু আমার বাড়িতে বসতে দেবো যত্ন করে কাঠের পিড়িতে ।
পিঠেমাঠা আছে যাহা দেবো তোমার পাতে পান্থা ইলিশ তাও পাবে কাচা লঙ্কা সাথে। নড়ই ধানের ভাত খাওয়াবো ভিন্নি ধানের খৈ জিয়েল মাগুর পুটিগুলো এখন পাবো কৈ ?
বউটা আমার খায় পান ডিব্বা থাকে লগে গাজী বাড়ির কলের পানি পাবে ভরা জগে।
মেলা থেকে আনবে দাদু বাদাম পাপর ভাজা সবাই মিলে খেতে তাহা লাগে ভারি মজা।
শেখপাড়ার নৌকা খানায় বসবো সবাই ঘেষে গায়ের শোভা দেখবো যথা শিশির ধানের শিষে।
মল্লিক বাড়ির যাত্রাপালা জারি সারি গান বোশেখ মাসের শুরুর দিকে ভরবে তাতে প্রাণ।
সকাল সাজে মধুর আজান শোনান মুয়াজ্জিন পূরোহিতে বসেন পূজায় ভক্ত বাজায় বীণ।
এই করোনা নিপাত যাক আসুক শুভদিন কবুল করো দোয়াখানা রব্বুল আলামিন ।

আপনার মূল্যবান মতামত দিন: