মণিরামপুরের কবি অলিয়ার রহমান এর কবিতা "আবার আসবে আলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ১৭:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ১৭:৫৪

ছবি সমসাময়িক
 

আবার আসবে আলো অলিয়ার রহমান

আবার আসবে আলো মেঘেদের দিন হলে শেষ, আবার আসবে কাছে মুখরিত সেই পরিবেশ। আবার চলবে গাড়ি - আবার ভাটিয়ালী গান, আবার চৈত্র মাসে দীঘির শীতল জলে স্নান। আবার ফুটবে ফুল - স্কুলের খোলা আঙ্গিনায়, শিশির হাসবে ভোরে দোয়েলের সরু দুটি পায়। কতবার এলো ঝড়, কতবার প্রলয় এলো কাছে, কতবার বৈরি এসে আমাদের মৃত্যু ভয় যাচে। কখনো হেরেছি মোরা - কখনো দিয়েছি পিছুটান ? আমরা বীরের জাতি, কখনোই খোয়াবোনা মান। করোনা করবো জয় - আসবে নতুন স্বাধীনতা, চারপাশ মুখর হবে - দূর হবে হীন মৌনতা। আবার আসবে ঈদ, সবাই ফিরবো বাড়ি পানে, কেমনে জিততে হয় - সেই কথা মানুষেরা জানে। আবার মায়ের হাসি ঝরে পড়ে আমাদের দেখে, আবার হাঁটবো সেথা - যে পথ গিয়েছে একেবেঁকে। আবার পিঠার ক্ষণ, মায়ের আদর সারাদিন, কোলাহল নেই সেথা - পথচলা বেদনা বিহীন। আবার অনেক ভীড়, চাঁদ রাতে ঘরে ফেরা দায়, আবার নতুন জামা, লাল জুতা কিশোরীর পায়। আবার শেষ রাতে বন্ধুরা মিলে বাড়ি ফেরা, আবার মায়ের সেই মমতা মাখানো শত জেরা। আবারো ঈদের মাঠে পুরাতন সেই কুলাকুলি, সকলে সমান হবে - ছোট বড়ো ভেদাভেদ ভুলি। আবার আড্ডা হবে পুরাতন বন্ধুরা মিলে, আবার চাঁদের আলো মুগ্ধতা ছড়াবে ছোট ঝিলে। আবার বিজন মাঠে সারাদিন হাঁটবো একা একা, হটাৎ ব্যাকুল হবো - যদি পাই লাবনীর দেখা। আবার পড়ার টানে ফিরে যাবো নগরীর ঘরে, আবার সোনালি সাধ দুচোখে সাজাবো থরে থরে। আবার চায়ের নেশা - ক্লাসের ফাঁকে ফাঁকে রোজ, আবার ছুটির দিনে বন্ধুরা মিলে ভুড়ি ভোজ। আবার ক্রিকেট খেলা, তামিমের চার আর ছয়, সাকিব থাকলে মাঠে - আমাদের নেই কোন ভয়। আবার খেলার শেষে জয় দেখে ভিজে যাবে চোখ, আবার বলবে পাখি - “তোমাদের শুভ ভোর হোক। আবার নামবে বারি, মুছে যাবে বেদনার ছাপ, ধরণী শীতল হবে, উষ্ণতা ছড়াবে চা’র কাপ। আবার প্রখর হবে - এই সব চৈতালি রোদ, আমরা সবাই মিলে করোনা করবো প্রতিরোধ। না হয় জাগবো সবে - একসাথে হাতে রেখে হাত, আবার আসবে আলো, বেশি আর বাকি নেই রাত।


আপনার মূল্যবান মতামত দিন: