কবি সাজ্জাদ হোসেনের কবিতা- বিশুদ্ধ ভালোবাসা চাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১ ০৯:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২১ ০৯:৩০

ছবি সমসাময়িক
 

বিশুদ্ধ ভালোবাসা চাই সাজ্জাদ হোসেনের

নিরেট ভালোবাসা চাই, বেশি নয়, যৎসামান্য-ই। এক পেয়ালা চায়ের মতো, এতো বেশী নয়, মাত্র দু’এক ফোঁটা। তাই বলে বস্তা পচা সস্তা এমন নয়, স্ফটিকের ন্যায় নিরেট ভালোবাসা। লাইলী-মজনু, -চণ্ডীদাস-রজকিনীর মতো- নিঃস্বার্থ ভালোবাসা কে পারেন দিতে? স্যালাইনের মতো এক চিমটি- বা তার চেয়ে কম হলেও চলে। অশুদ্ধ ধরায় বিশুদ্ধ বাতাস বহাতে, নিষ্প্রাণ ফুলের ঘ্রাণ ফেরাতে, আর সভ্য প্রজন্মের বীজ বুনতে- দোষণ মুক্ত ভালোবাসা আছে কারো? ভালোবাসাহীন পৃথিবী- আজ ভালোবাসার বড়ই কাঙাল। হালযুগের পার্বতী-দেবযানী-শকুন্তলা ধরায় আছেন কেউ অবশিষ্ট? যিনি জীবনের দামে ওষুধ সেবনে- এক বিন্দু পরিশুদ্ধ ভালোবাসা দিতে পারেন।




আপনার মূল্যবান মতামত দিন: