কবি শামসুন্নাহার এর কবিতা "বাকরুদ্ধ ওরা দুই ভাই"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১ ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১ ২০:৩৩

ছবি সমসাময়িক
 

বাকরুদ্ধ ওরা দুই ভাই শামসুন্নাহার

যখন ওদের বয়স পাঁচ,সাত, তখনই এ দেশ স্বাধীন করতে যুদ্ধ হয়। যুদ্ধের সময় হানাদার বাহিনী ওদের বাবাকে ধরে নিয়ে যায়, আজও ওদের বাবা আসেনি ফিরে।

পরে ওরা শুনেছে, ওদের বাবাকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্যে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছে।

বঞ্চিত হয়েছে ওরা বাবা ডাক থেকে, বঞ্চিত হয়েছে বাবা-র স্নেহ মমতা থেকে।

মাকে ও ছাড়েনি ওরা, পাষন্ড হায়েনা কুত্তারা রাজাকারের সহোযোগিতায় ওদের মাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে, ওদের পিয়াস মিটিয়ে, নিপিড়ন নির্যাতন করে শকুনের মত খুবলে খুবলে খেয়েছে।

মায়ের ক্ষত বিক্ষত লাশটা পেয়েছিল ওরা। ওদের মায়ের বুক থেকে ওদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ।

চোখের সামনে বাবা মায়ের করুণ পরিণতি দেখে, সেই থেকে ওরা বাকরুদ্ধ ।




আপনার মূল্যবান মতামত দিন: