
শতবর্ষ আগে অলিয়ার রহমান

আজথেকে শতবর্ষ আগে একজোড়া চোখ অনুরাগে দেখেছিলো বাংলার রূপ, সেই চোখে ছিলো শত আশা আকাশের মতো ভালবাসা তাঁর রূপে চাঁদ ছিলো চুপ। বুকে তাঁর তেজ ছিলো ঢের জনতার প্রতিবাদী শের তবু দেখ শিশুমন তাঁর, ভেজে যদি মানুষের চোখ যেন তাঁর মরণের শোক তাঁর চোখে পাহাড়ের ভার। আপনাকে ভুলে সারাদিন কখনোবা একা-সাথীহীন ছুটে গেছে মানুষের দ্বারে, আমাদের মত সে তো নয় তাঁর কথা ইতিহাস কয় তাকে কেউ মুছে দিতে পারে? তাঁর কথা পৃথিবীতে রটে বাংলার বন্ধু সে বটে ভবেতে অবাক এক নেতা, মুজিবর নয় শুধু নাম হীরকের চেয়ে বেশি দাম বাংলার গর্বিত পিতা। তাঁর ডাকে এক হলো দেশ হায়েনার দিন হলো শেষ মুক্তির আলো এলো ঘরে, আজ এই অতি শুভ দিনে আমাদের চোখ ভেজে ঋণে পুরো জাতি নত তাঁর তরে।

আপনার মূল্যবান মতামত দিন: