
এতিমের ভিক্ষা সাজ্জাদ হোসেনে

পৌষের হাড় কাঁপুনে শীতে নগ্ন দেহে পেটে নিয়ে ক্ষিধে, অবুঝ শিশু হাত পাতে- ‘দাও না বাবু শীতে কিছু খেতে।
আমরা গরীব, বাবু- ক্ষুধা আর শীতে বড় কাবু, তোমাদের হাজার আছে- দাও না কিনে কুয়াশায় একটি তাবু।
আমরা গরীব অনাথ দু‘দিন খায় নি ভাত, খালি গায়ে কাটে হিম রাত ছেঁড়া জামা দিলে হবে না বরবাদ।
ওহে সূর্য মামা- তোমার কাছে চাইনে জামা, দেখ না শীতের তেজে শরীর কাঁপা? জলদি তোমার হয় না কেন জাগা?
ওহে আল্লাহ-ভগবান-যিশু ধনকুব দেয় না আমাদের কিছু, নিপাত করো ক্ষুধা-হিম নিশু বাঁচাও তোমার অনাহারী এতিম শিশু।

আপনার মূল্যবান মতামত দিন: