
"মনের জ্বালা" মোঃ শা হ্ জা লা ল

মিথ্যে অভিমানে তুমি আমাকে, পুড়ে পুড়ে করেছ ছারখার। অসহ্য যন্ত্রণার দাবানল, চারিদিকে তোলে হা-হা কার।
কোন ভুলে,কি অভিমানে, আমাকে এতটা শাস্তি দাও? কষ্টের মরুর বুকে মরিচিকা ঝড় তুলে, কি যে শাস্তি তুমি পাও!
তোমাকে বলার আর কিছুই নেই, বোঝানোর ভাষা আমার জানা নেই। যা ভুল করেছি চোখের জ্বলে এখন শুধু তারই মূল্য দিতে হয়।
তোমাকে ভুলে যাব,এ যে আমার বড় অসাধ্য। তাই তো তোমার দহন জ্বালায়, পুড়ে মরতে আমি বাধ্য।
ভালোবাসার স্বপ্নের দিনগুলিতে এতটাই ছিলাম সুখী..... তুমি ছাড়া এ জীবনে স্বাদ সে আর বলবকি!
জীবনের দগ্ধ অনলে জানি, পোড়তে হবে বাকিটা জীবন ভর। কখনও ভাবিনি সেই তুমি আমার, হয়ে যাবে এতটা পর।
প্রাণের সমস্ত সন্ত্রা হয়ে ছিলে, একদিন বুকের মধ্য-খানে। কেউ না জানুক তুমি তা জান, আর বিধাতা তাহা জানে।
মিথ্যে হল সব যে আজ, তবুও তোমাকে নিয়ে স্বপ্ন দেখা। এত কিছু সয়ে জীবন কি আর সামনে এগুতে পারবে যাবার বেলাই বলে যেও শুধু একটি বার!

আপনার মূল্যবান মতামত দিন: