কবি রাম প্রসাদ কুন্ডু'র কবিতা "জন্মদাত্রী নারী"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২১ ০৬:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২১ ০৬:০৩

ছবি সমসাময়িক
  জন্মদাত্রী নারী রাম প্রসাদ কুন্ডু ওহে নারী … তুমি কি জানো? পিছনে তোমাকে কুকথা বলে আটকে রাখতে চাইবে। রুখে দাঁড়াবে তুমি সমাজের খারাপ মন মানসিকতার মানুষ, উৎসাহ দিবেনা তোমাকে ৷ বরং এ সমাজের মানুষ নিরুৎসাহিত করতে ভীষণ খুশি হয়। তবুও তুমি থেমে যাবে না। তোমারর পাশে সৃষ্টিকর্তা আছেন। আসুন আমাদের চোখ, মন মনুষত্ব করি পরিবর্তন। নারী মানে মেয়ে জাতি, এই মেয়ে জাতি-ই তো আগলে রেখেছে গোটা পৃথিবী মায়ায়। রাস্তায় অন্য মেয়েকে নিয়ে হাসি মস্করা করছেন আপনি যখন আপনার ঘরে যাবেন ফিরে তখন দেখতে পাবেন মেয়ে জাতি আছে আপনার ঘরে । অন্যকে সম্মান, ভালবাসা দিলে আপনি পাবেন ভালবাসা, সৃষ্টিকর্তার এমনি লীলা একে অন্যকে ভালবাসা,শ্রদ্ধার মাধ্যমে সুখী থাকব সবাই ৷ নতমস্তকে একবার সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাই৷ লেখক, কবি ও হোমিও চিকিৎসক। মনিরামপুর যশোর।


আপনার মূল্যবান মতামত দিন: