
খোকার ভাবনা অলিয়ার রহমান

তোমরা যারা আমায় নিয়ে ভাবছো অনেক দুরের পথ, কেমন করে মানুষ হবো - মিলবে আমার সোনার রথ। কেমন করে জিততে হবে - নষ্ট মানুষ হেথায় সব, হাওয়ার মতো উড়ছে শুধু মিথ্যে কথার কলরব। করবে আমায় সত্যবাদী -সোনার মানুষ বলবে লোক, নিয়ম মেনে হারিয়ে গেলে সমাজ জুড়ে নামবে শোক। সমাজটাকে বদলে দেবো- যাদুর লাঠি হাতের পর, আলোয় আলোয় ভরবে আখিঁ- ঘুচবে চির অন্ধকার। সোনার হরিণ আমার কাছে কল্পলোকের গল্প নয়, গুণে মানে আমার মতো মিলবেনা এই ভুবনময়।
এমনি হাজার স্বপ্ন নিয়ে কাটছে তোমার রাত্রি দিন, সোনার মানুষ,সোনার হরিণ- একসাথে কি সমীচিন? আমার কাছে কি চাও তুমি- চিন্তা করে বলবে তাই, তোমার চাওয়া করতে পূরণ বিলিয়ে দেব জীবনটাই। চাও যদি মা সোনার মানুষ, থাকবে আমার মাটির ঘর, সোনার হরিণ ধরতে গেলে- ভুলবো আমি আপন পর। সেদিন তুমি আমার থেকে হারিয়ে যাবে দুরের গাঁয়, সোনার হরিণ পেলে আমি ভুলবো সকল ঋণের দায়। চাওনা মাগো সোনার মানুষ,মিটায় আমি তোমার ঋণ, সেদিন এসব হীরা মানিক - আমার কাছে মূল্যহীন।

আপনার মূল্যবান মতামত দিন: