কবি শামছুন্নাহার এর রোমান্টিক প্রেমের কবিতা "মাঝি কন্যার প্রেম"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২১ ০১:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২১ ০১:৩৮

ছবি সমসাময়িক

"মাঝি কন্যার প্রেম"

শামছুন্নাহার

দেখে এলাম তারে ঐ বংশী নদীর ঘাটে, কলসি কাকে ষোড়শী কন্যা জল নিতে আসে । জল নিতে এসে কন্যা নাইতে নামে সে।

ছলাৎ ছলাৎ নদীর পানি, যৌবন ও উছালায়, কন্যা যে তার যৌবন খানি নদীর পানিতে ভাসায়।

রং এ ঢং এ যোড়শী কন্যার নাওয়া হলো শেষ, তাই দেখে নায়ের মাঝি প্রেমে পড়লো বেশ।

একা একা হয় না প্রেম মাঝি কন্যার কাছে আসে, হাত দুখানি ধরে বলে কন্যাকে সে ভালোবাসে।

লাজে রাঙ্গা হয়ে কন্যা মাঝির দিকে তাকায়, ভাবনায় বিভোর কন্যা রাজি মাঝিকে তা জানায়।

আনন্দে মাঝি খেয়ার পাল দৌড়ে উঠিয়ে দেয়, মনের সুখে গান ধরে সে দক্ষিণ মুখী যায়।

উদাস মনে চেয়ে কন্যা মাঝিরে সে দেখে, যতদূর দেখা যায় দেখে কন্যা নদীর ঘাট ছাড়ে।




আপনার মূল্যবান মতামত দিন: