
"বন্ধু আসলে যশোর" মোঃ তৈয়েবুর রহমান তাকিব

বন্ধু তুমি আসবে কবে আমার যশোর জেলা, যাবো আমি তোমায় নিয়ে দেখতে মধু মেলা৷
আসলে তুমি যশোর জেলায় মজা হবে জানি, খায়তে দিবো খেজুর রসের অতি মিটা পানি৷
খেজুর রসের তৈরি পিঠা মজা করে খাবে, এমন স্বাদের পিঠা তুমি নাহি কোথাও পাবে৷
ফুলের মালা হাতে নিয়ে যাবো বিমান মাঠে, নানান রকম ফল ফলাদি দেখবে গাঁয়ের হাটে৷
ফুলের শহর গদখালিতে যাবো তোমায় নিয়ে, সুন্দরী এক পরী দেখে তোমায় দিবো বিয়ে৷
অনেক বেশি সংসারি হয় যশোর জেলার মেয়ে, ধন্য হবে জীবন তোমার তাকে কাছে পেয়ে৷
বন্ধুরা সব বলবে কথা হাসি খুশি মনে, গল্প হবে মজা হবে সবই তোমার সনে৷
মহাকবির কপোতাক্ষ দেখাবো সেই নদী, নদীর পাড়ে হাটবো দুজন এসো বন্ধু যদি৷
বেনাপোলের কথা হয়তো তোমার আছে জানা, মুক্ত মনে ঘুরবো দুজন করবেনা কেউ মানা৷
হাটে মাঠে দেখতে পাবে রাজগঞ্জের ওই কলা, খ্যাতি আছে যশোর জেলার হয়নি অনেক বলা৷
সবার মুখেই মিষ্টি ভাষা শুনতে পাবে তুমি, সবার সেরা যশোর জেলা আমার জন্মভূমি৷
কবি পরিচিতিঃ- কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব। যশোর জেলার কেশবপুর উপজেলা বরণডালি গ্রামের মরহুম ক্বারী মোঃ ইনতাজ উদ্দিন ও মোছাঃ আছিয়া খাতুন এর প্রবাসী ছেলে।

আপনার মূল্যবান মতামত দিন: