
হাসি শামছুন্নাহার
নানান কথায় নানান হাসি হাসির আছে রকম ফের, মানুষের মাঝে হাসিগুলো ঘুরতে থাকে ঢের।
কেউ হাসিতে বেজায় পটু কেউবা আবার গোমড়া, অনেকে দেখো শুনে হাসে লজ্জায় টানে ঘোমটা।
আবার কেউ আছে বুঝে হাসে কেউ বা হাসে দেখে, এমনও আছে হাসাতে সে নিজেই সং সাজে।
পাগলের হাসি দেখতে বেশী থামানো তার নাহি যায়, অকারণে হাসতে থাকলে কিছু দর্শনার্থী পায় ভয়।
এমন সময় হাসতে হবে হাসিটা যেন কারণে পায়, অকারণে হাসতে থাকলে সেই হাসির মূল্য নাই ।

আপনার মূল্যবান মতামত দিন: