
ফেব্রুয়ারির একুশ আব্দুল আলীম

ফেব্রুয়ারির একুশ তারিখ বিশ্বে সেরা ক্যান? বাংলা ভাষার তরে হেথায় বুলেটে যায় প্রাণ।
পাকিস্তানি শোষকেরা দেশ করে শোষণ। আর বীরবাঙ্গালী স্বাধীনতার স্বপ্ন করে পোষণ।
এই ভরসায় ভাষা জয়ে বাড়ে অঙ্গীকার স্বপ্ন তাদের পূরণ হবে আসবে স্বাধিকার।
ভাষার খাতায় অঙ্ক কষে জাতিসংঘ কয় বিশ্বব্যাপী গাইবে সবে বাংলা ভাষার জয়।

আপনার মূল্যবান মতামত দিন: