এক নন্দিনীর গদ্যোকথন
সনৎ কুমার কুন্ডু

পতিত জমি আগাছায় পূর্ণ
আবাদী হবে বৃষ্টির উর্বরতায়
মাঠে নেমেছে কামুক শ্রমিক
শুধু চলেছে কাম প্রচেষ্টা
পাকে পাকে লাঙ্গলের ফলা ঘুরিয়ে
নন্দিনীর বুকের অর্গল ভেঙ্গে
জৈবিক ক্ষুধা নিবৃতি করছে
ওর বুকের শক্ত বাঁধন
সদর্পে ফিরায়েছে নৃশংস
লোলুপ অত্যাচারীদের হাত থেকে
চাষাবাদ খেলায় মত্ত হয়েছিল সেদিন
ওর বুকের শৃঙ্খলা নষ্ট করে
শ্রী বিশ্রী করেছিল,
হেনস্তা করেছিল নন্দিনীর
পতিতকে পতিতায় রূপান্তরিত করে
পরিতৃপ্ত হয়েছিল ওরা
এক বীভৎস চেহারা নন্দিনীর মানচিত্রে
মুখের ভাষা ও অঙ্গ শৈষ্ঠব চাষাবাদে
তার নিজের চিন্তাচেতনাকে নষ্টভস্ট করেছিল সেদিন।
আপনার মূল্যবান মতামত দিন: